সমাজটাকে ভেঙ্গে দাও
সমাজটাকে ভেঙ্গে দাও,
দুষ্টু নীতির যাহা পাও।
.
পাহাড় চূড়ায় ডিঙ্গী নাও,
আগে হাঁটে পালের ছাও।
.
সব ঘটেছিল সবার সাথে,
চলছে এখন ভিন্ন খাতে।
.
আক্রান্তরা মরছে কেঁদে,
দুর্বৃত্তরা ঘুরছে নেচে।
.
থাকে সবাই পাশাপাশি,
দুরত্ব মাঝে রাশিরাশি।
.
যদি বলে আমরা আসি,
হেঁকে তাড়ায় কয় প্রবাসী।
.
মিছে ভানে চলছে বলি,
বকাবকি করছে সবি।
.
আহারে কি আহাজারী,
আছে যারা দেশ বিহারী।
.
সমাজ শুধু তুমি নও,
আছে আরো ব্যাঙের ছাও।
.
কেন এত কথা কও,
কাজের কাজে ঠনঠনাও।
.
কর-বল সবি ফাও,
এবার তবে ক্ষান্ত দাও।
.
সমাজ তোমার ঘর বানাও,
সকল ভালো মেনে নাও।
.
আস সবাই সবটা নিয়ে,
চলি আমরা হেঁসে খেলে।
.
সবার তরে ধর মেলে,
মনের যত ময়লা ফেলে।
.
আগে সবটা ভেঙ্গে নাও,
বদলে যাও বদলে দাও।