কায় – মনে
ভালো সকল আল্লা’র নামে,
যা-ই কিছু ইহ ধামে।
.
কনা-ফেনা যমীন আসমানে,
মালিক শুধু ঐ রাহমানে।
.
জানো যদি প্রশংসার মানে,
হবে শুধু আল্লা’ র শানে।
.
আছে যাহা সব জাহানে,
তাসবিহ পড়ে সংগোপনে।
.
সৃষ্টি সব-ই চার উপাদানে,
মজ্জা, রূধি, কোষ গড়নে।
.
আরেক আছে দেহ-কাননে,
সব লুটিয়ে তার চরণে।
.
তার ঠিকানা ঐ আসমানে,
নমন গমন কেউ না জানে।
.
আমি আমরা করে জনে,
সাঙ্গ হবে তার বিহনে।
.
শক্তি তাহার অসীম পানে,
নির্ভর করে মানব অর্জনে।
.
স্বর্গ – নরক তার স্বরণে,
যিনি আত্মার মর্ম জানে।
.
আস সবাই তার পালনে,
সময় বিলাই কায় ও মনে